বনবিভাগের অভিযানে পাহাড়ি বালিভর্তি ডাম্পার সহ একজন আটক

0
480
আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন পিএমখালী রেঞ্জের দিঘির ঘোনা বিটের ঝুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালিভর্তি ডাম্পার আটক করা হয়েছে।২০ জুন  মঙ্গলবার রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পিএমখালী রেঞ্জ কর্মকর্তা  ফারুক আহমদ  বাবুলের নেতৃত্বে ও স্টাফদের সহযোগিতায়  পিএমখালী রেঞ্জের দিঘির ঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালি ভর্তি ডাম্পাসহ একজন আসামি  আটক করা হয়। আটককৃত আসামি নবী হোসাইন (৪০)। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে পাহাড়ি বালি ভর্তি ডাম্পার সহ একজন আসামি আটক করা হয়েছে। বিশেষ টহল দলের সদস্যদের সহযোগিতায় আসামি এবং জব্দকৃত ট্রাক কক্সবাজার উত্তর বনবিভাগের  কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে পাহাড়ি মাটি ও বালি রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কক্সবাজার শহর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি মোঃ মনিরুজ্জামান সহ পিএমখালী রেঞ্জের বিট কর্মকর্তা ও স্টাফগণ উপস্থিত ছিলেন। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি  এবং কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২০ জুন-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here