মো: মহিদ:
মানিকগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ইসরাফিল হোসেন। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সদর উপজেলা একাডেমি সুপারভাইজার রুমা শিকদার, এনপিআই এর পরিচালক ড, মোহাম্মদ ফারুক হোসেনসহ অন্যান্যরা। এসময় সদর উপজেলার চারটি গ্রুপে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত ৬২ জন এবং শ্রেষ্ঠ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত ১৫ জনের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
আলোকিত প্রতিদিন/ ২১ জুন-২০২৩/মওম