পারভেজ মোশারফ:
নরসিংদী রায়পুরায় আবাদি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন। ২২ জুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। ৩ মাসের দন্ডপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলন করায় কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪,৫ ধারার অপরাধে ১৫ (১) ধারা ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। সাথে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২২ জুন-২০২৩/মওম