সাংবাদিক নির্যাতন রোধ,শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

0
199
এইচ এম জাবেদ
শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, চবির সাংবাদিক দোস্ত মোহাম্মদকে ছাত্রলীগ নেতা কতৃক মারধর, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা। ২১ জুন বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ, কোষাধাক্ষ্য মিজানুর রহমান আরিফ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহলীল আবসার অর্ণব, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বর্ষা দেবী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর ইলাহী। সমাবেশে বক্তারা বলেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উপকরণের দাম ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের অতিপ্রয়োজনীয় উপকরণ কলমের দাম বৃদ্ধির ঘোষণা আসায় ইতোমধ্যে সব মহলেই এ নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। আর আগে থেকেই কাগজসহ অন্যান্য জিনিসপত্রের দামও বর্ধিত দামে বিক্রি হচ্ছে।  তারা বলেন, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত অনেক পরিবারের জন্যই এই উচ্চদ্রব্যমূল্যের বাজারে যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা সেখানে বাজেটে যেভাবে শিক্ষা উপকরণের দাম বাড়ানোর ঘোষণা এসেছে তাতে অনেক পরিবারের সন্তানদেরই লেখাপড়া চালিয়ে নেয়ার মতো সামর্থ থাকবে না। বক্তারা আরও বলেন, বাজেটের বেশির ভাগ অর্থ জোগান দেন সাধারণ জনগণ। কিন্তু বিগত বছরগুলোতেও আমরা লক্ষ্য করেছি জনগণের স্বার্থ প্রতিফলিত হয় না। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা বেড়েছে। দেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী, এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগ খুবই অপ্রতুল। শিক্ষাখাতে যে বাজেট বরাদ্দ হয় তাতে শিক্ষা সংকট নিরসনের জন্য যথেষ্ট নয়, শিক্ষার মূল অংশ এখন বেসরকারি ধারা। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, আক্রমণ, নির্যাতন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়। এর ফলে মুক্তচিন্তা এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করছে। এসময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যার বিচার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাংবাদিক দোস্ত মোহাম্মদকে ছাত্রলীগ নেতা কতৃক মারধরের নিন্দা জানান।
আলোকিত প্রতিদিন/ ২২ জুন-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here