সারিয়াকান্দিতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

0
429
মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায়  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার ,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি  আবু বকর সিদ্দিক, সহ আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ প্রিন্স, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ জুন-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here