আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি সৈয়দ রনো’র কবিতা ‘ভাবের পদাবলী’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সাহিত্য ডেস্ক:

ভাবের পদাবলী
সৈয়দ রনো
একজোড়া প্রশস্ত পাহাড়
উঠে আর নামে
অভাগা পেয়েছে তাই
জীবনের দামে।
বুক ফেটে চৌচির
কথা নেই মুখে
যৌবন ঢেলে দিয়ে
দিন কাটে দুখে।
ভুলের মাশুল গুণে
কুড়িয়েছে নাম
অভাবের সংসারে
হারিয়েছে দাম।
কাপালিক আশা ছিল
ভালোবাসা মনে
সুখ থাকে দূরদেশে
দুখ থাকে বনে।
বনের বন্যপ্রাণী
আছে বেশ ভালো
চিন্তার লেশ নেই
হোক যতো কালো ।
রাত্রি ফুরিয়ে যায়
চোখে নেই ঘুম
স্বপ্নরা খেলা করে
ঠোঁটে দিয়ে চুম।
এপি // রহখ
- Advertisement -
- Advertisement -