নেত্রকোণা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

0
191
প্রতিনিধি,নেত্রকোণা: 
নেত্রকোণা সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন । প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  আশরাফ আলী খান খসরু এমপি। ২৫ জুন  রবিবার বিকাল চারটায়  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোণা এলজিডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আমিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত  কুমার সরকার সজল,   বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ  লুৎফুল হক ,সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী আল-আমিন প্রমুখ। এছাড়াও সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী বাস্তবায়নে ২ কোটি ৮ লক্ষ্য ৮৮ হাজার বরাদ্দে  কমপ্লেক্স টি মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ টেন্ডারের মাধ্যমে এ কাজ সম্পন্ন করেন।
আলোকিত প্রতিদিন/ ২৫ জুন-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here