বীরের বাবা আমি, মাও আমি: বুবলী

0
280

বিনোদন ডেস্ক:

অভিমানের কালো মেঘ ছেয়ে আছে বুবলীর মনের আকাশে। তাই তো তিনি বলেই ফেললেন, তার একমাত্র সন্তান শেহজাদ খান বীরের বাবা-মা তিনি একাই। বিষয়টি খোলাসা করে বলা যাক। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীকে প্রশ্ন করা হয়, আসন্ন কোরবানির ঈদে বীরকে নিয়ে তার বাবা শাকিব খানের কাছে যাবেন কি না! উত্তরে অভিমান জড়ানো কণ্ঠে বলেন, ‘বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।’ শাকিবের সঙ্গে তার যোগাযোগ আছে কি না— জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। নিরব থেকেছেন। এদিকে এবার কোরবানির ঈদে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নামের দুটি সিনেমা মুক্তি পাবে। পাশাপাশি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটিও মুক্তি পাবে। এবারই প্রথম শকিব ছাড়া বুবলীর ঈদের সিনেমা মুক্তি পাচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here