বর্ষাবন্দনা ও কৃতী সম্মাননা অনুষ্ঠিত 

0
178
মোঃ নিশাদুল ইসলাম: 
গত ২৫ জুন রবিবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মোনবাড়িয়া শাখার  উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ হলে হয়ে গেল বর্ষাবন্দনা ও কৃতী সম্মাননা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি অধ্যাপক  মানবর্দ্ধন পালের সভাপতিত্বে । অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন সম্মিলন পরিষদের  সাধারণ সম্পাদক মাসুদ উর রহমান। অনুষ্ঠানে জাতীয় শিক্ষাসপ্তাহ’২৩ -এ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি হয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে  প্রথমবারের মত সম্মিলন পরিষদের পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়। কৃতী শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ,সভাপতি মানবর্দ্ধন পাল, সহসভাপতি সঞ্জীব কুমার দেবনাথ, সভাপতি ডাঃ অরুনাভ পোদ্দার এবং সাধারণ সম্পাদক মাসুদ উর রহমানসহ প্রমুখ । এসময় ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গনি সজীব, তিতাস আবৃতি সংসদের পরিচালক মনির  হোসেন, এবং তরী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শামীম আহমেদ উপস্থিত ছিলেন । বরাবরের মতোই আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে এ সম্মেলক গানটি গাওয়ার মধ্য দিয়ে সম্মানিত অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানের পর বিভিন্ন গুনী শিল্পীদের কন্ঠে গান পরিবেশনসহ  জেলা পর্যায়ে এবং  বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শাখায় এবং ইভেন্টে  অংশগ্রহনকারী গুনী শিল্পীদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুন-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here