Home সারাদেশ চট্টগ্রাম রাজনগর ৩৭ বিজিবি জোনের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজনগর ৩৭ বিজিবি জোনের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজনগর ৩৭ বিজিবি জোনের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 এরশাদ আলী

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাস্থ রাজনগর ৩৭ বিজিবি জোনের পক্ষ হতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিবি জোনের আওতায়ভূক্ত এলাকার শতাধিক গরীব,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার ২৬ জুন ২০২৩ বিকাল ২টায় রাজনগর ৩৭ ব্যাটালিয়ন মাঠে স্থানীয় সাধারণ গরীব অসহায মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও নওমুসলিমদের মাঝে উক্ত ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শতাধিক অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান ও ৪জন নওমুসলিমকে ঈদ উপহার সামগ্রী ও চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন, রাজনগর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ ৩৭ বিজিবি জোনের বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ। জোন অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন, মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে বিজিবি, অত্র এলাকার অসহায়, দুঃস্থ এবং শিক্ষা চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সাধারন মানুষের পাশে আছে বিজিবি। এছাড়াও জোন অধিনায়ক বলেন, সকল প্রকার চোরা চালান, মদকদ্রব্য, অবৈধ ভাবে বন ধবংস করণ ও পাহাড় কাটা এসব বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি, আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here