মোঃ রাশেদুল ইসলাম:
জামালপুরের মেলান্দহে নিজ উদ্যোগে রাস্তার জলবদ্ধতা নিরসন করেন ৬নং আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা। মেলান্দহ-হাজরাবাড়ি বাজার সড়কের কুঠের বাজার তিন রাস্তায় মোড় টি নিচু হওয়ার কারনে পানি জমে থাকে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি আটকে জলাবদ্ধতা দেখা দেয়। জলবদ্ধতার ফলে সাধারণ পথচারি ও ওই সড়কে যাতায়াত করা যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আদ্রা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা নিজ খরচে এ উদ্যোগ নেন। সোমবার দুপুরে খোয়াযুক্ত মাটি দিয়ে সেই নিচু জায়গা ভারাট করলে জলবদ্ধতার নিরসন হয়। স্থানীয় বাসিন্দা উজ্জল বলেন-রাস্তার গর্তে পানি জমে জলবদ্ধতা দেখা দিয়েছিলো। চেয়ারম্যানের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খোয়াযুক্ত মাটি দেওয়ায় জলাবদ্ধতা দূর হয়েছে। স্থানীয় বাসিন্দা ও এ-ই সড়কে যাতায়াত করা লোকজন ও গাড়ী চালকরা দুর্ভোগ থেকে রক্ষা পেলো। তাহার একজন কর্মী মোঃ জাকির হোসেন টমাস বলেন আমরা শুধু এখানে না আর ও ভিবিন্ন জায়গায় ভরাট করেছি। আরও কোথাও এ রকম জায়গা থাকলে আমরা জনগণে চলাচলে যেন কোন ভীগ্ন না ঘটে সে চেষ্টা করতেছি। এ বিষয়ে রফিকুল ইসলাম খোকা বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা প্রচার করতাছে আমার বিরুধী পক্ষ,কিন্তু তাদের কথা জনগণ কখনো বিশ্বাস করে না,বরং যারা আমাকে নিয়ে লোক সমাজে উল্টা পাল্টা কথা বলতাছে তাদের কে জনগণ মিথ্যা বাদি বলে আখ্যায়িত করতাছে,তারা নিজেদের মান নিজেইরা হারাইতাছে,এবং কি অত্র ইউনিয়নে তাদের তেমন কোন জনপ্রিয়তা নাই, তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন মূলক কাজ থেকে দুরে সরাতে পারবে না সকল কিছু মোকাবেলা করে আমি উন্নয়ের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
আলোকিত প্রতিদিন/ ৩জুলাই-২০২৩/মওম
- Advertisement -