মুজিবুর রহমান প্রধান:
১টি বিদেশী পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫জন, নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সরাসরি তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী ও অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানার নেতৃত্বে শিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-সহ এসআই/মোঃ মনির হোসেন, এসআই/মুক্তার হোসেন, এসআই/রাসেল কবির এবং জেলা গোয়েন্দা শাখার এসআই জিহাদুল হক, এসআই শফিকুল আলম, এসআই মোঃ কামরুজ্জামান খানসহ ফোর্সের একটি চৌকস দল গত ০১/০৭/২০২৩ তারিখ ১৪:০৫ ঘটিকার সময় শিবপুর থানাধীন শিবপুর পশ্চিমপাড়া ১নং আসামী মোঃ সেলিম ভূইয়ার বিরোধপূর্ণ ফাঁকা জমির সামনে শিবপুর টু দুলালপুরগামী পাঁকা রাস্তার উপর সেলিম গ্রুপ ও নাঈমুল ইসলাম অপি গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ জমি নিয়ে মারামারির সংবাদ পায়। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পর দেখতে পায় যে, উভয় পক্ষই অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি,লোহার রড ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ ধাওয়া, পাল্টা ধাওয়া করছে। উভয় পক্ষই দাঙ্গায় লিপ্ত হয়। ১নং আসামী মোঃ সেলিম ভূইয়া তার কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে গুলি করে এবং এজাহারে উল্লেখিত ৬নং আসামি নাঈমুল ইসলাম অপি,৮নং আসামি সোহেল, ৯নং আসামি রুবেল ও ১০নং আসামি ইলিয়াছগণ বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংকের সৃষ্টি করে। উভয় পক্ষের ঘটনা এক পর্যায়ে দাঙ্গায় রুপ নেয় এবং উভয় পক্ষই বোমা বিস্ফোরণ ঘটিয়ে আশেপাশের লোকজনদেরকে আতংকিত করে ফেলে। এক পক্ষ অপর পক্ষের বাড়ীতে প্রবেশ করে ভাংচুর করে ক্ষতিসাধন করতে থাকে। পুলিশ দাঙ্গা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঘটনাস্থল হতে ০৫ জনকে আটক করে। গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ সেলিম ভূইয়ার শরীর তল্লাশী করে তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে গোঁজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২নং মোঃ কাউসার মিয়ার ডান হাত হতে ১টি ধারালো চাপাতি সহ ঘটনাস্থল হতে বিস্ফোরিত বোমার অংশবিশেষ সমূহ উদ্ধার করে। মামলায় এজাহারনামীয় আসামি ২৯ জন ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জন। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১। মোঃ সেলিম ভূইয়া (৩৩), পিতা-আঃ রব ভূইয়া, সাং-আশ্রাফপুর, এ/পি সাং-শিবপুর পশ্চিমপাড়া, ২। মোঃ কাউসার মিয়া (২৮), পিতা-আঃ সাদেক মিয়া, সাং-শিবপুর দক্ষিণপাড়া, ৩। আরিফ হোসেন (২৬), পিতা-তমিজ উদ্দিন, সাং-শিবপুর (ভূইয়া মার্কেট), ৪। মোঃ হিরন মিয়া (৩৩), পিতা-মোঃ সেকান্দর আলী, সাং-শিবপুর পশ্চিমপাড়া, ৫। মেহেদী হাসান (২৬), পিতা-আবুল হাসিম, সাং-শিবপুর পশ্চিমপাড়া,সর্ব থানা-শিবপুর, জেলা-নরসিংদী উক্ত মামলার আরও আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশ নরসিংদীর অভিযান চলমান আছে। উপরুক্ত তথ্য নিশ্চিত করে গ্রেফতার সংক্রান্তে প্রেস কনফারেন্স রবিবার (২ জুলাই, ২০২৩) সময় ০১ .০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয় নরসিংদীতে অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/ ৩জুলাই-২০২৩/মওম
- Advertisement -

