আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গ্যারেজ মালিকের

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. শরীফ (৪৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শরীফ একই এলাকার মৃত আমির হোসেন ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে রিকশাচালকরা তার ঘুম ভাঙিয়ে রিকশা নিয়ে যান। প্রতিদিনের মতো আজও ভোরে অটোরিকশা নিতে এক চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে নিহত শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান। পরে পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্যারেজ থেকে এলাকাবাসীর সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যান। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোকিত প্রতিদিন/ ৪ জুলাই ২৩

- Advertisement -
- Advertisement -