কক্সবাজারে শুদ্ধাচার পুরস্কার পেলেন বিভাষ সেন গুপ্ত ও নুরুল হোসাইন 

0
1058
আবু সায়েম :
এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট বিভাষ সেন গুপ্ত এবং অডিটর নুরুল হোসাইন। গত ৫ জুলাই ( বুধবার) দুপুরে  কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে ও  কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরুস্কার ও সম্মাননা পুরুস্কার বিতরণ করা হয়। পুরস্কার  বিতরনী অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত  করেন অডিটর মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক। ২০২২-২০২৩ অর্থ বছরে জেলা হিসাব রক্ষণ অফিসে শুদ্ধাচার পুরুস্কার অর্জন করেন জেলা হিসাব রক্ষণ অফিসের এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট  বিভাষ সেনগুপ্ত এবং অডিটর  মো: নুরুল হুসাইন। এ সময় প্রথমবারের মত নিজ কার্যালয়ে শুদ্ধাচার পুরুস্কার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা। এ সময় অত্র অফিসের অফিস সহায়ক রুবেল দে কে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। পরে সকল কর্মকর্তা কর্মচারীরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক কেও বিশেষ সম্মাননা প্রদান করেন। এর আগে জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা কর্মচারী তপন মল্লিক,সৈয়দ জামশেদুর রহমান,মো: নুরুল কাদের,সাইফুল ইসলাম,আজহারুল ইসলাম,মান্না দে,রাহাত সিদ্দিকী,আল ইমরান হোসেন,দিল মোহাম্মদ,সুজন মল্লিক,মো: সাইদুল ইসলাম,নাসির উদ্দিন,মধু সরকার,নিলুফা ইয়াসমিন রুমা,মো: নুরুল হোসাইন,মো: নুরুল ইসলাম,মো: সাইফুর রহমান,বিভাষ সেনগুপ্তকে কে অফিসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা এবং উপহার সামগ্রি প্রদান করা হয়। এ সময় জেলা হিসাবে রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক বলেন,শুদ্ধাচার পুরুস্কার দেওয়ার মুল লক্ষ্য হচ্ছে কাজের স্বীকৃতি দেওয়া,ভাল কাজ করলে অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করা যাতে সবাই অনুপ্রাণিত হয়। এর ফলে কর্মকর্তা ও কর্মচারীর মাঝে কাজের গতি স্পৃহা ও আন্তরিকতা ও মনোবল  বৃদ্ধি পায়, সামগ্রিক কার্যক্রম তরান্বিত হয়। কর্মকর্তা ও কর্মচারীদের কাজকে মূল্যায়ন করা হলে   প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশীদার হওয়ার সুযোগ হবে,অফিসের মাঝে কাজের স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা রক্ষা হবে।
আলোকিত প্রতিদিন/ ৬ জুলাই ২৩/ জেএইচআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here