মো. মোহন আকন্দ:
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলা সর্বস্তরের সাংবাদিক ও সচেতন মহলের যৌথ ব্যানারে বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক এইচ এম মূসা আলী, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুন জান্নাত ।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল হায়দার, সরকার রাজ্জাক , সরওয়ার জামান রতন, মাসুদ উল হাসান, মতিন রহমান, রাশেদুল ইসলাম রনি,আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা, লিমন, শাহনাজ পারভীন, মাহাবুর রহমান ময়ুর , আল আমিনসহ আরো অনেকেই। মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় এজাহার ভুক্ত ২২ জনের নাম থাকলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র ৫ জন। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার দাবী জানান। উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।
আলোকিত প্রতিদিন/ ১০ জুলাই ২৩/ এসবি