ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম ও স্কুল ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
162
খালেদ হাসান :
ময়মনসিংহ নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রামের শুভ উদ্বোধন ও স্কুল ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। ১১ জুলাই বেলা ১১ টায় প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রামের শুভ উদ্বোধন ও স্কুল ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র তার বক্তব্যে বলেন ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের রক্ষা পেতে হলে এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি সচেতন নাগরিককে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ আসামাউল ইসলাম রুপা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা। এছাড়াও বক্তব্য রাখেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিল শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল হামিদা পারভীন, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চাঁন মিয়া, খাদ্য এবং স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন/ ১১ জুলাই ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here