শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাবে বিএনপি

0
181

আলোকিত ডেস্ক:

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুমতি মেলেনি। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে  ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। তবে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ অনুমতি দেওয়া হতে পারে। অনুমতি দিলেও কোনো শর্ত থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, শর্ত থাকবেই। ২০ থেকে ২৫টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি।

আলোকিত প্রতিদিন/ ১১ জুলাই ২৩/ এসবি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here