বদরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ্যের মিথ্যাচার

0
259

নুরুন্নবী:

রংপুরের বদরগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ হলেও দুর্নীতিসহ ৯টি অভিযোগ প্রমানিত হওয়ায় অধ্যক্ষ মাজেদ আলী খানের পদটি জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। আর এতেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার অভিযোগ তুলেছেন কলেজটির শিক্ষকরা। বুধবার (১২ জুলাই) দুপুরে বদরগঞ্জ বন্ধন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন ভুক্তভোগি শিক্ষকরা। ভুক্তভোগি শিক্ষকরা বলেন, স্থানীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ডিগ্রী কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষা মন্ত্রনালয় থেকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর কলেজের জমি থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং কলেজের আর্থিকসহ সব বিষয়ে অডিট করে শিক্ষা মন্ত্রনালয়। ওই অডিটে অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১০টি অনিয়মের মধ্যে ৯টি অভিযোগ প্রামানিত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের ওই প্রতিবেদনটি আমলে নিয়ে ২০২১ সালের ২৫ জানুয়ারী দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাজেদ আলীর শাস্তির সিদ্ধান্তর জন্য শিক্ষা মন্ত্রনালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। মন্ত্রনালয় ওই প্রতিবেদন আমলে নিয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল অধ্যক্ষ মাজেদ আলীর বিরুদ্ধে শারি প্রজ্ঞাপন জারি করেন এবং ২০২৩ সালের ৩১ জানুয়ারী অধ্যক্ষ মাজেদের বেতন-ভাতা বন্ধ করে শিক্ষা মন্ত্রনালয়। এর আগে ৭ এপ্রিল রংপুর আঞ্চলিক দূর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলা চলমান রয়ছে। জানা গেছে, দূর্নীতির ৯টি অভিযোগ প্রমাণিত হওয়া এবং দূদকে মামলার কারণে বদরগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ কার্যক্রমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদ সৃজন শেষ হলেও অধ্যক্ষের পদ সৃজন হয়নি। শিক্ষকরা জানান, পদসৃজনে অধ্যক্ষ বাদ পড়ায় কলেজের ৮ শিক্ষকের নামে বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেছেন। যেসব অভিযোগ দিয়ে শিক্ষকদের হয়রানী করছেন, সেই অভিযোগ শিক্ষা মন্ত্রনালয় নিষ্পত্তি করে দিয়েছে। একই সঙ্গে আদালতে দারস্থ হলেও আদালতও শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছেন।শিক্ষকের অভিযোগ, আট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে কোথাও কোন ফায়দা লুটতে না পেরে এবং দূর্নীতির কারণে জাতীয়করণে নিজের পদ সৃজন করতে না পেরে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ মাজেদ আলী রংপুর -২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকসহ আমাদের বিরুদ্ধে বিষদগার এবং নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। যাতে করে বদরগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ কার্যক্রম থেকে বাদ পড়ে। এই অবস্থায় আমরা অধ্যক্ষ মাজেদ আলী খানকে দ্রæত অপসারণ করার দাবী করছি। সেঙ্গ সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলেজ জাতীয়করণ করায় অভিনন্দন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিভাগের প্রভাষক ফরিদুল ইসলাম, রসায়ন বিভাগের আলীনুর রহমান, বাংলা বিভাগের নিরঞ্জর কুমার, শামীম আল মামুন, রাশেদা খাতুনসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/ ১২ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here