রানীশংকৈলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

0
225

পেয়ার আলী:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৪ জুলাই (শুক্রবার) বিকালে রানীশংকৈল উপজেলার শীবদীঘিতে যুগ্ম- আহ্বায়ক আবু তাহেরের অফিসে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম- আহ্বায়ক আবু তাহের, ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের সভাপতি মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৪ নং লেহেম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহালম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, ৫ নং বাচোর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন (মাস্টার), রাতোর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নন্দুয়ার ইউনিয়ের সাধারণ সম্পাদক আশরাফুল আলন, পৌরসভার আইয়ুব আলী, আব্দুল কুদ্দুস, সাইরুল মাস্টার, রমজান আলী, বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ইসলাম ধর্ম, শুক্রবারে ছুটি ঘোষণা এবং এমনকি দেশের বৃহৎ উন্নয়ন তার আমলেই হয়েছে বলে বক্তারা তাদের ভাষণে তুলে ধরেন। তাই তারা সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে এরশাদের আদর্শ ধরে রাখতে হবে বলে জানান। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন রমজান আলী।

আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here