হৃদরোগে আক্রান্ত হয়ে আগ্রাবাদ ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু

0
305

আব্দুল সাত্তার টিটু:

চট্টগ্রাম গরীর আগ্রাবাদ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক মো. নজরুল ইসলাম (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ১৪ জুলাই (শুক্রবার) চট্টগ্রাম সরকারি সিটি স্কুলের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, আগ্রাবাদ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, সার্ভেয়ার মো. আব্বাস উদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা বিপ্লব চৌধুরীসহ ভূমি অফিসের কর্মকর্তাগণ। তিনি নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ী ওয়ার্ডের নালাপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের ছেলে। মৃত্যুকালে তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, দুই কন্যা সন্তান ও একটি ছেলে সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান। খবর বিজ্ঞপ্তির।

আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here