কার্টুনিস্ট এম এ কুদ্দুস’কে নিবেদিত কবিতা: ‘কার্টুনঅলা’

0
369
কার্টুনিস্ট এম এ কুদ্দুস’কে নিবেদিত কবিতা: ‘কার্টুনঅলা’

কার্টুনঅলা
দ্বীন মোহাম্মাদ দুখু

তার ছুটে চলা ছিল ফিনকি দিয়ে বেরোনো রক্তের মত
নিঃশ্বাসে ছিল আগুনের তাপ যার কাছে সব অনিয়ম নত
তার হাতে দেখি কার্টুন; যা টেকনাফ থেকে তেতুলিয়া সরু
একি! তিনি কার্টুনঅলা, ক্ষোভে ফেরি করেন মরিচ গরু।
ছুটে গেল আমজনতা সাংবাদিক মিডিয়ার লোক আর কবি
তার ঝুলির ভেতরে কিসের কার্টুন কি তার মানে কি তার ছবি
বেরিয়ে এলো নাচতে নাচতে ইয়াব্বড় মেষকালো এক হাতি
লেজেতে তার ঋণের বোঝা, পিঠে রাজা – ফুটায় বাজেট ছাতি
ঝুলির ভেতরে তদন্ত রিপোর্ট, সাগর রুনি গুমরে কাঁদে
ঘোড়া বলে, দামের চাবুক পিঠে নিয়ে আজ পড়েছি ফাঁদে
মূল্যস্ফীতির হুলো বিড়াল মিউ মিউ ডেকে যায় আহা ছুটে
কোন রশিতে বাঁধবে ঘন্টা রশিরা যায় সর্প হয়ে টুটে
গণমাধ্যমকর্মী আইন, ভয়ংকর এক কুমির খেল গিলে
কার্টুনঅলার ঝুলির খবর জেনে কাঁপল সবার পিলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here