দেবিদ্বার পৌর-নির্বাচনে শেষ হচ্ছে প্রচারণা, ভোট হবে ইভিএমে

0
284
নাজমুল হাসান: 
দেবিদ্বার পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে চলছে মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের ব্যাপক প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে পৌর এলাকার অলিগলি। ১৫ জুলাই শনিবার দিনগত মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ১৭ জুলাই সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবে দেবিদ্বার পৌরসভাবাসী। এ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে আওয়ামীলীগর নেতাকর্মীদের মধ্যে। অপরদিকে সমর্থকদের ওপর হামলা ও প্রচারণায় বাধাসহ বিভিন্ন অভিযোগের পরেও মাঠে ভোটারদের কাছে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থীরা । এ নির্বাচনকে ঘিরে মাঠে হার্ড লাইনে স্বতন্ত্রের নেতাকর্মীরা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রথমবারের মতো দেবিদ্বার পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। বর্তমানে পৌরসভায় ৪৪ হাজার ৫৮৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪শ ৯৮ জন ও নারী ভোটার ২২ হাজার ৮৯ জন। নির্বাচন পর্যবেক্ষণ করে দেখা যায় আট মেয়র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যারা মাঠে কাজ করছেন তাদের মধ্যে নৌকা মনোনীত আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম শামীম, স্বতন্ত্র মেয়র প্রার্থী ক্যারমবোর্ড প্রতীকের আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁইয়া এবং কম্পিউটার প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের। শেষ মুহুর্তে  কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার এর ভাষ্য মতে, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব হবে। প্রার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা দীর্ঘদিনের অবহেলিত পৌরসভা কে সুন্দর ঢেলে সাজাতে সর্বোচ্চ সহযোগিতা এবং বরাদ্দের যেই  বাজেট এই বাজেট দিয়ে পুরো ৯ টি ওয়ার্ড কে একটি মডেল পৌরসভা হিসেবে দেবিদ্বার পৌরসভার সকল পৌরবাসীকে উপহার দিবে। পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছর পর দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে সেখানে চলছে টানটান উত্তেজনা। আট মেয়র প্রার্থী সহ সাধারণ ও সংরক্ষিত মিলে ১০২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। ১৭ই জুলাই সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণের জন্য ১৪ টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কমিশন সূত্রে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন হবে। সেখানে পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের নিজস্ব দায়িত্ব পালন করবেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ জুলাই ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here