মানিকগঞ্জে দুঃস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
207
মো: মহিদ:
মানিকগঞ্জে “আদর্শ সমাজ” এর পক্ষ থেকে দুইজন দুঃস্থ রোগীর পরিবারের মাঝে পাচঁ হাজার করে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ডেভলপার এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদিকা ও আর্দশ সমাজের অন্যতম উপদেষ্টা  কাজী বিপু রহমান। ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকায় আদর্শ সমাজের অস্থায়ী কার্যালয়ে আদর্শ সমাজের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা লুৎফুল কবীর টিটু, আদর্শ সমাজের সহ সভাপতি এম এ রহিম, সহ সভাপতি দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী আক্তার, দপ্তর সম্পাদক মো: রাসেল মিয়া সহ আদর্শ সমাজের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আদর্শ সমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আকরাম হোসেন বলেন, আজকের এই দিনে আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ আমরা আদর্শ সমাজের পক্ষ থেকে দুইজন ক্যান্সার ও স্ট্রোক করা দুস্থ  রোগীকে সহায়তা করতে পেরে ভালো লাগছে। এছাড়া কাজী বিপু রহমান, আব্দুস ছালাম, অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম, মাসুদ রানা, ইনাম আলী, সবুজ  সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আদর্শ সমাজের সভাপতি অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম বলেন,  ২০২২ সালে আদর্শ সমাজ যাত্রা শুরু করার পর থেকে  জাতীয় দিবস পালন, শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান, শীতের সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রোজার আগে ইফতার সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে । সমাজে যারা বিত্তবান তাদেরকে এ ধরণের কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কাজী বিপু রহমান বলেন, আমার শশুর মরহুম শাহজাহান মিয়া এই পশ্চিম সেওতা এলাকার মানুষকে খুবই ভালোবাসতেন। আমার বিবাহের আগে শুনেছি আমার শশুর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। এই পশ্চিম সেওতার লোকজন এসে আগুন নিভাতে সহযোগিতা করেছিলো। আমিও সেওতা ও মূলজান এলাকার মানুষকে বেশি ভালো বাসি। এই এলাকার মানুষের জন্য করতে পারলে আমার ভালো লাগে। ভবিষ্যতে  একটি এতিখানা ও মসজিদ নির্মাণ করা অভিব্যক্তি ব্যক্ত করেন। তিনি আদর্শ সমাজের মঙ্গল কামনা করেন এবং তিনি এই আদর্শ সমাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে সেবা করবেন বলে জানান।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুলাই ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here