বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষ: বিএনপির ২ নেতা আটক

0
155

মাজেদুর রহমান:

বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়লকে আটক করেছে বগুড়া জেলা পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোররাত ৩টার পর ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করেছেন। বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, রাত সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করেছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পুলিশের উপর হামলা ঘটনায় দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলার আসামি হিসাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েলকে রাতেই আটক করা হয়। এর আগে মঙ্গলবার ১৮জুলাই ২০২৩ বগুড়ায় এক দফা দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীরা শহরের বনানী ও মাটিডালি থেকে পৃথকভাবে পদযাত্রা বের করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারের নেতৃত্বে পদযাত্রা নিয়ে শহরের সাতমাথার দিকে এগোতে থাকেন নেতা-কর্মীরা। বেলা পৌনে একটার দিকে ইয়াকুবিয়া স্কুল মোড়ে পৌঁছালে পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা সাতমাথার দিকে এগোতে থাকেন। তখন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদের নেতৃত্বে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা প্রথমে লাঠি, বিএনপির দলীয় পতাকা যুক্ত লাঠি, প্ল্যাকার্ড এবং পরে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বেশ কিছুক্ষণ শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালায়। বেগতিক দেখে পুলিশ পিছু হটতে থাকে। এসময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পিছু ধাওয়া করলে, পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এবং একপর্যায়ে লাঠিপেটা করে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ পরে রাতে বাদী হয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে।

 

আলোকিত প্রতিদিন/ ১৯ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here