শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

0
249

মো.রাজন মিয়া:

শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখা কর্তৃক বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড শেরপুর শাখার উদ্যোগে শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারী -ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর (আনন্দ বাজার) ব্রাইড একাডেমি অ্যান্ড কলেজে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় । ওই সময় শাহজালাল ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এবং ব্রাইড একাডেমি অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল আলম (রবি) এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসারফ হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া সিদ্দিকীয়া তেরাবাজার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শাহিন হজ এভিয়েশন এর স্বস্তাধিকারী আলহাজ মো. শাহিনুর রহমান, ও ৮ নং ইউপি সদস্য, মো.রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত বক্তারা বৃক্ষ রোপণ কর্মসূচির আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো ও বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও উপস্থিত অতিথিগণ শাহজালাল ইসলামী ব্যাংকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ছাত্র ছাত্রীদের মাঝে প্রায় ৪০০ টি ফলজ বৃক্ষ বিতরণ করেন।

আলোকিত প্রতিদিন/ ১৯ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here