লংগদু (রাঙ্গামাটি)
“গাছে গাছে, ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে, গ্রামীণ ব্যাংক লংগদু শাখায় রাঙামাটি যোনের সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। ১৯ জুলাই২০২৩ (বুধবার) বেলা ১১.৩০ ঘটিকায় গ্রামীণ ব্যাংক লংগদু শাখার অফিস কক্ষে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের লংগদু এরিয়ার এরিয়া ম্যানেজার (ভারপ্রাপ্ত) জনাব কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু শাখা ব্যবস্থাপক ছৈয়দ আহমদ, সহকারী ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেনসহ অফিসের সকল অফিসার ও সুবিধাভোগী সদস্যবৃন্দ।এসময় প্রধান অতিথি বলেন গাছ আমাদের পরিবেশ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্বে বর্তমান যে তাপদাহ্ চলছে তা নিয়ন্ত্রণে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তারই আলোকে গ্রামীণ ব্যাংক সারা দেশ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচী পালন করছে।
আলোকিত প্রতিদিন /এপি