মানিকগঞ্জে বিএনপির শোক র‌্যালি

0
220

মো. মহিদ:

সম্প্রতি বিএনপির পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচি পালনে পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলায় কৃষকদল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে শোক র‌্যালি করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে শহরের বান্দুটিয়া এলাকা থেকে শোক র‌্যালিটি উদ্ধোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। পরে র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মডেল হাইস্কুল মোড়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভা আহবায়ক মোহাম্মদ জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিবসহ অন্যান্যরা। সভায় বক্তারা সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা হত্যার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

আলোকিত প্রতিদিন/ ২০ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here