আলোকিত ডেস্ক:
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২৩জুলাই) সকালে এবিটিআই-এ অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় তিনি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ নতুন নতুন উদ্যোক্তা তৈরি, ঋণ বিতরণ এবং ঋণ আদায়ের উপর প্রশিক্ষণার্থীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। উপমহাব্যবস্থাপক ও এবিটিআই-এর পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন শাখার ৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: অগ্রণী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ২৩/এসবি