মুক্তির আগেই সিনেমায় আয় ২০০ কোটি টাকা

0
179

আলোকিত ডেস্ক :

দীর্ঘ দিন পর পরিচালকের চেয়ারে বসেছেন বলিউড নির্মাতা করন জোহর। তার পরবর্তী সিনেমা ‘রকি ও রানি কি প্রেম কাহানি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটির আয় ২০০ কোটি ছাড়িয়ে গেছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ৮০ কোটি রুপিতে সিনেমাটির ডিজিটাল স্বত্ত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। ৫০ কোটি রুপিতে স্যাটেলাইট স্বত্ত্ব কিনেছে কালার্স। ৩০ কোটি রুপিতে মিউজিকের স্বত্ত্ব কিনেছে সারেগামা। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি)। সিনেমাটির বাজেট ১৬০ কোটি রুপি। প্রিন্ট অ্যান্ড পাবলিসিটি বাবদ খরচ হয়েছে আরো ১৮ কোটি রুপি। সিনেমাটির প্রোডাকশন বাবাদ মোট খরচ ১৭৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি ৬৬ লাখ টাকার বেশি)। সিনেমাটির মোট খরচের ৯০ শতাংশ উঠে এসেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প। সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ২৪ জুলাই ২৩/জেএইচআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here