মো.সাদ্দাম হোসাইন সোহান:
ফরিদপুরে জেলার জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া (৪২) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ছিনতাইকারীরা এবং তার থেকে দু’টি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাদু মিয়া বর্তমান মুমূর্ষু অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কমলাপুরের ভাড়া বাসা থেকে ঢাকার উদ্দেশে বাসা থেকে বের হন যাদু মিয়া। এর একটু পরেই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জি রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় যাদু মিয়ার চিৎকার শুনে পরিবারের লোকজনসহ অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি অতি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো। জানা গেছে, মশিউর রহমান যাদু মিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
আরও পড়ুন: ৬ দাবিতে সড়কে ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীরা
আলোকিত প্রতিদিন/ ২৫ জুলাই ২৩/এসবি