মো. জহির উদ্দিন বাবর:
মহামারিতে রূপ নেয়া ডেঙ্গুর বিস্তাররোধে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক যুব ও ক্রীড়া সংগঠন “সূর্য সাথী” গত ২৩ জুলাই থেকে মাসব্যাপী এলাকা ভিত্তিক মশার ওষুধ ছিটানো কর্যক্রম শুরু করে। শনিবার সকাল ৯ টায় কাপাসগোলাস্হ হাজী আমিনুর রহমান সওদাগর বাড়ি থেকে শুরু হওয়া এ কার্যক্রমের সূচনালগ্নে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপরোধে স্থা্নীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি সূর্য সাথী’র মত সামাজিক সংগঠনগুলো যদি নিজেদের অবস্থান থেকে পাড়া, মহল্লা ও এলাকা ভিত্তিক এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসে এবং নিজেদের অবস্থান থেকে ছোট ছোট পরিসরে হলেও অবদান রাখে তাহলে শুধু ডেঙ্গু প্রতিরোধ নয় আরো অনেক ক্ষেত্রেই সমাজের মঙ্গল সাধিত হবে। এ সময় তিনি সূর্য সাথী’র সকল কার্যক্রমের প্রশংসা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা (আংশিক) মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশিদ জাসেদ, মহিউদ্দিন সুন্দর, মহিউদ্দিন লালা, সূর্য সাথী’ সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু, মো. রবিউল হোসেন, কামরুল হাসান, মো. নুরুল আলম নুরু, আশিকুল ইসলাম, মতিউর রহমান মুন্না, মো. রুবেল, আরিফ হোসেন, মো. বেলাল, রাসেল, সুমন গুহ, মাছুমসহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
আরও পড়ুন: চট্টগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ২৩/এসবি