সারিয়াকান্দিতে গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে ইউপি চেয়ারম্যান, নাগরিকেরা সেবা বঞ্চিত

0
224
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ/ ছবি : প্রতিনিধি
মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে মারামারি মামলায় গ্রেফতার আতংকে আত্মগোপনে রয়েছেন ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন। এতে ইউনিয়নবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন প্রায় দুইমাস আগে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং ওই ঘটনায় মহির উদ্দিন ও পিন্টুসহ ১০/১২ জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে মহির উদ্দিন ও পিন্টুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। প্রায় এক মাস পর জামিনে মুক্তি পেয়ে মহির উদ্দিন ও পিন্টু আবারও ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এরই এক পর্যায়ে ভেলাবাড়ী তিনমাথা মোড়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মহির উদ্দিনকে গণপিটুনি দেয়া হয়। এতে মহির উদ্দিনও গুরুতর আহত হন। এঘটনায় সারিয়াকান্দি থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার আতংকে  আত্মগোপনে রয়েছেন ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন ও তার লোকজন। এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তীর সাথে কথা হলে তিনি বলেন, উভয় পক্ষই মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here