সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বৃক্ষরোপণ ও র‌্যালি

0
597

নুরুল ইসলাম সাতকানিয়া:

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তার বিকল্প নেই। এই উপলক্ষ্যে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বনজ, ফলজ এবং ঔষধি চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী। গত বুধবার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২৫% বনায়ন দরকার। তাছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশকে মনোরম ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের বিকল্প নেই। তিনি প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে ৩টি করে গাছের চারা লাগানোর অনুরোধ জানান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ রুহুল আমিন, কলেজ শিক্ষার্থী জাকিয়া সোলতানা, তাছমিন সোলতানা, জান্নাতুল আফরাইম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আরিফুর রহমান। কলেজ আঙিনায় বৃক্ষরোপণ শেষে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুলাই ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here