বারোমাসি সবজি ও ফলের বীজ বিতরণের পরামর্শ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

0
260
প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনা জেলার সদর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সার্বিক সহযোগিতা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ৩  দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। এর আগে ১০ টি স্টল পরিদর্শন করেন। রবিবার (৩০ জুলাই)  নেত্রকোনা কালেক্টর মাঠে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কৃষি মেলা -২০২৩ উদ্বোধন করেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ কৃষি কর্মকর্তা ও কর্মচারী গত ও  বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীরা। আলোচনা সভা শেষে অতিথিরা  ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেন।

আলোকিত প্রতিদিন/ ৩০জুলাই ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here