মো: মহিদ
মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা সভা এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওর্য়াডের কাউন্সিলর মো.উজ্জল হোসেনের আয়োজনে পৌরসভার নয়াকান্দি এলাকার দি গ্রানাডা স্কুল এন্ড কলেজের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে মশারী বিরতণ করা হয়। এরপর মশক নিধনে মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানো হয়। এতে পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শাহিনা পারভীন, সিভিল র্সাজন মোয়াজ্জেম আলী চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় পৌরসভার কাউন্সিলর ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্তিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ আগস্ট ২৩/মওম