নুরুন্নবী নুরু:
রংপুরের বদরগঞ্জ বালুয়াভাটা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক । পৌরশহরের বালুয়া ভাটা চাতাল পাড়া মহল্লার মৃত্যু মালেকের ছেলে হুমায়ুন কবির(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে পৌর শহরের চাতাল পাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হুমায়ুন কবিরকে গ্রেফতার করেন পুলিশ। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে এ এস আই শরিফুল ইসলাম, এস আই তোজাম্মেল হোসেন,এ এস আই আতিক, এ এস আই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চিরুনি অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃত হুমায়ুন কবির বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। পুলিশ তাকে ধরতে বিভিন্ন অভিযান পরিচালনা করলে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন হুমায়ুন কবিরের নামে বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও হুমায়ুন কবিরের নামে বদরগঞ্জ থানায় পূর্বের মাদক ও জুয়ার দুটি মামলা আছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। তিনি আরো বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
আলোকিত প্রতিদিন/ ১৩ আগস্ট ২০২৩/ আর এম