নেইমার ও এমবাপেকে ছাড়া নেমে পিএসজির হোঁচট

0
249

স্পোর্টস ডেস্ক:

দলবদলের গুঞ্জনের মধ্যে আছেন নেইমার আর কিলিয়ান এমবাপে। আর তাই তাদের দুজনকে দলেই রাখলেন না পিএসজি কোচ লুইস এনরিকে। ফলটা অবশ্য সুখকর হলো না। ম্যাচ জুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল পিএসজি। তবে গোলের আগল খুলতে পারল না তারা কোনোভাবেই। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটাও তাই ভালো হলো না তাদের। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় মোট ১৯টি, যার ৪টি ছিল লক্ষ্যে। আর লরিয়েঁর ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না।অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। বক্সের বাইরে থেকে অভিষিক্ত পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ফেরান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে ডিফেন্ডার লুকা হার্নান্তেজের ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া পিএসজি আধিপত্য ধরে রেখে আক্রমণ চালিয়ে যায়। স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের প্রচেষ্টায় ৭৬তম মিনিটে ভাগ্য পরিবর্তনের সুযোগ আসলেও তা আটকে দেন লঁরিয়ে গোলরক্ষক। বক্সের বাইরে থেকে কার্লোস সলেরের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশায় মাঠ ছাড়তে হয় শিরোপাধারীদের।

 

 

আলোকিত প্রতিদিন/ ১৩ আগস্ট ২৩/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here