ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা 

0
154
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজারে  ডিমের দোকানে  অভিযান পরিচালনা করেছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না টানানোয় ৪টি প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা জরিমানা করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন,ডিম বিক্রীর পর রশিদ না দেয়ায় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তিতাস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার টাকা এবং ক্রয়ের  রশিদ না থাকায় মোমিনুল ইসলাম ডিমের আড়ৎকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এছাড়া অনিয়মের জন্য মেসার্স আলী এন্টার প্রাইজ ও আয়ান এন্টার প্রাইজকে এক হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here