এরশাদ আলী
রাঙামাটি পার্বত্য জেলান লংগদু উপজেলাস্থ মাইনীমুখ বাজারের আরাম বোর্ডিং হতে জুয়া (তাস) খেলারত অবস্থায লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়িকর গ্রেফতার করা হয়েছে। ১৬ আগস্ট (বুধবার) রাত ১১ ঘটিকায় রাঙামাটির লংগদু থানাধীন ৬নং মাইনীমুখ ইউনিয়নের মাইনীমুখ বাজারের আরাম বোর্ডিং হতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোট আনোয়ার হোসেন (২০) সোনাই ৪নং ওয়ার্ড, ২। মোঃ ফোরকান (৩৯) গাঁথাছড়া ৮নং ওয়ার্ড, ৩।মোঃ রুস্তমআলী (৫০) গাঁথাছড়া ৮নং ওয়ার্ড, ৪। মোঃ ফারুক (৩২) গাঁথাছড়া মিস্ত্রি টিলা ৮নং ওয়ার্ড, ৫। মোঃ আমির হোসেন (৩২) গাঁথাছড়া ৮নং ওয়ার্ড, ৬। মোঃ জামাল উদ্দিন (২৮) গাঁথাছড়া মিস্ত্রি টিলা ৮নং ওয়ার্ড, ৭। মোঃ রফিকুল ইসলাম (৪০) গাঁথাছড়ািস্ত্রিটিলা ৮নং ওয়ার্ড, ৮। মোঃ রফিকুল ইসলাম (৩১) মতিনটিলা গাঁথাছড়া ৮নং ওয়ার্ড, ৯। মোঃ সাইফুল ইসলাম (২৯) শেখপাড়া গাঁথাছড়া ৯নং ওয়ার্ড ও ১০। মোঃ তারা মিয়া (২০) রহমতপুর, কালাপাকুজ্যা ১নং ওয়ার্ড, সকলেি লংগদু উপজেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ০৫ (পাঁচ)বান্ডেল খোলা তাস, খাতা ও নগদ ১৫,৩২০/- (পনের হাজার তিন শত বিশ) টাকা উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় মোহাম্মদ ইকবাল উদ্দিন, অফিসার ইনচার্জ, লংগদু থানা`র তত্ত্বাবধানে এসআই(নি:) মোঃ মশিউর আলমের এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপনন সংবাদের ভিত্তিতে অত্র লংগদু থানাধীন ৬নং মাইনীমুখ ইউনিয়নের মাইনীমুখ বাজারের আরাম বোডিং এ অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার সাথে সম্পৃক্ত থাকায় ১০ জন আসামীকে নগদ ১৫,৩২০/- টাকা, ০৫ বান্ডেল খোরা তাস ও ১টি খাতা সহ গ্রেফতার করা হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করিয়া যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি