কক্সবাজারে অবৈধ পাহাড় কাটা ও বনায়ন ধ্বংস রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

0
291
বনায়ন ধ্বংস রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 
বনায়ন ধ্বংস রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 
আবু সায়েম:
কক্সবাজারে কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের ধলীরছড়া বিটে অবৈধভাবে পাহাড় কাটা এবং বনায়ন ধ্বংস রোধে জনসচেতনতামূলক সভা ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট বৃহস্পতিবার কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি জিল্লুর রহমান। সভায় পাহাড় কাটা ও বনায়ন ধ্বংস  রোধে বক্তারা সমাজের প্রতিটি ব্যক্তিকে বেঁচে থাকার নিমিত্তে ভূমিকা পালনের আহ্বান জানান। পরবর্তী প্রজন্মের জন্য টেঁকসই জীবন ব্যবস্থার ভিত্তি মজবুত করতে অবৈধভাবে পাহাড় কাটা রোধ  ও বনায়ন ধ্বংস  না করে রক্ষা করার জোর  দাবি জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারের সুউচ্চ পাহাড় ও বনায়ন রক্ষা হবে। তাহলে জনজীবনে জীবন ব্যবস্থা উন্নীতকরণ হবে, পরবর্তী প্রজন্ম বাসযোগ্য বেঁচে থাকার সুন্দর পরিবেশ ফিরে পাবে । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। জনসচেতনতামূলক সভায় আরো উপস্থিত ছিলেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমান,বিট কর্মকর্তা ধলীরছড়া বিট, মাছুয়াখালি বিট,মেহেরঘোনা বিট ও ভারুয়াখালি ইউনিয়ন এর এমইউপি গন সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here