আখাউড়া স্থলবন্দরে যাত্রীরা পাবেন হেল্প ডেস্ক সেবা 

0
164
স্থলবন্দরে যাত্রীরা পাবেন হেল্প ডেস্ক সেবা 
স্থলবন্দরে যাত্রীরা পাবেন হেল্প ডেস্ক সেবা 

মোঃ নিশাদুল ইসলাম: 

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের যাতায়াতের  সুবিধার কথা চিন্তা করে হেল্প ডেস্ক সেবা চালু করা হয়েছে। গত বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান এই হেল্প ডেস্ক সেবার উদ্বোধন করেন। এখন থেকে যাত্রীরা নিজেদের জন্য ডেস্ক  থেকে সীমিত ফি দিয়ে হুইলচেয়ার  ট্রলি সহ অন্যান্য সেবা  নিতে পারবেন। এব্যাপারে হেল্প ডেস্ক স্থাপনকারী বেসরকারি প্রতিষ্ঠান টুয়েলভ ইভেন্টস এম জি এর সিও উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম বলেন, বয়স্ক যাত্রী সহ সব ধরনের যাত্রীর সুবিধার কথা চিন্তা করে এই হেল্প ডেস্ক সেবা চালু করেছি আমরা। যাত্রীরা এখন থেকে স্থলবন্দরের  নির্ধারিত অফিসের সামনে থেকে যাত্রী প্রতি ৩০ টাকা চার্জ দিয়ে এই  সেবার অংশীদার হতে পারবেন। আমরা এর মাধ্যমে যাত্রীদেরকে শূন্য রেখায়  পৌঁছে দেব। হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে আখাউড়া ইউএন ও অংগ্যজাই মারমা ও সহকারী  কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here