লংগদুতে বাইট্টাপাড়া বাজারে  আগুনে পুড়লো ১৬টি দোকান 

0
233
এরশাদ আলী
রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ বাইট্টাপাড়া বাজারে রাত আনুমানিক  সাড়ে ৩ ঘটিকায় আগুন পুড়ে ১৬ টি দোকান ছাই হয়েছে । ২৯ আগস্ট (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাস্থ বাইট্টাপাড়া বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ১৬ দোকান ও ২টি ফ্যামিলী বাসা।জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩ ঘটিকার দিকে ফার্নিচার দোকানের কর্মচারীরা ঘুমের মধ্যে আগুনের তাপ অনুভব করে ঘুম থেকে উঠে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে বাজারের পাহারাদার এসে মসজিদের মুয়াজ্জিনকে মাইকে ঘোষণা করেন। তাৎক্ষণিক ভাবে ব্যবসায়ীগণ, লংগদু ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় ৩৮ আনসার ব্যাটালিয়নে সদস্য, লংগদু জোনের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২টি ফ্যামিলী বাসা সহ ১৬টি ব্যবসায়িক দোকান। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ২ টি ক্রোকারিজ ও প্লাস্টিক সামগ্রীর দোকান, ১টি মুদি মালের দোকান, ১টি চা দোকান, ১টি ক্রোকারিজ ও আকিজ প্লাস্টিকের গোডাউন, ১টি মুদি মালামালের গোডাউন, ৮ টি ফার্নিচার দোকান ও কারখানা এবং ২ ফ্যামিলী বাসা। প্রত্যক্ষদর্শিরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই  আগুনের সূত্রপাত  হতে পারে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩,০০,০০,০০০/-( তিন কোটি) টাকার মতো বলে জানান ব্যবসায়িগণ।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here