ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট 

0
263
শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট 
শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট 
মোঃ নিশাদুল ইসলাম: 
“শব্দদূষণ নিয়ন্ত্র‌ণে সম‌ন্বিত ও অংশীদা‌রিত্বমূলক প্রকল্প” এর আওতায় সদর উপ‌জেলার কু‌মিল্লা -সিলেট মহাসড়কে জেলাপ্রশাসন এবং প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উদ্যো‌গে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি পরিবহনকে ৫ টি মামলায় মোট ১১,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৯‌টি হর্ন জব্দ করে তা  বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ৪০ টি বাস/ট্রাক/অটো‌তে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সে‌টে দেয়া হয়। জনাব নাহিদা আক্তার মোবাইল কোর্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ সদস্যরা এতে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, এই ধরনের  কার্যক্রম প‌রি‌বেশ অধিদপ্তর, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/৩০ আগস্ট ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here