জাহিদুল হক রনি
নড়াইলের লোহাগড়ায় ৩০০ পিচ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করে। আটকৃত মাদক কারবারিরা হচ্ছে উপজেলার রামকান্তপুর গ্রামের কাউছার মোল্যার ছেলে পলাশ মোল্যা (৩৫) এবং একই গ্রামের জবু মোল্যার ছেলে নিলু মোল্যা (৩০)। লোহাগড়া থানার এসআই মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার দিবাগত রাতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন,আটকৃত মাদক কারবারিদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রির নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ রোববার (২আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি