বিএনপিতে যোগ দিলেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা

0
467
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন

আলোকিত ডেস্ক:
রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

যোগদান করা ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক ২ জন এবং বিমানবাহিনীর সাবেক ৪ জন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো।

সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা:

১. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর
২. কর্নেল (অব.) আব্দুল হক
৩. লেফট্যানেন্ট কর্নেল (অব.) আইয়ুব
৪. লেফট্যানেন্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান
৫. লেফট্যানেন্ট কর্নেল (অব.) নওয়াজ
৬. লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুস্তাফিজ
৭. লেফট্যানেন্ট কর্নেল (অব.) সাঈদ আলম
৮. লেফট্যানেন্ট কর্নেল (অব.) রাশেদ
৯. মেজর(অব.) আজিজ রানা
১০. মেজর (অব.) কোরবান আলী
১১. মেজর (অব.) বজাকিউল
১২. মেজর (অব.) আফাজ
১৩. মেজর (অব.) মোরতাজা
১৪. মেজর (অব.) ছাব্বির
১৫. মেজর (অব.) তানভীর
১৬. মেজর (অব.) আল আমিন
১৭. মেজর (অব.) মনিরুজ্জামান
১৮. ক্যাপ্টেন: (অব.) গণিউল আজম
১৯. লেফট্যানেন্ট ইমরান

নৌবাহিনীর ২ কর্মকর্তা:

১. রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান
২. কমডোর (অব.) মোস্তফা সহিদ

বিমানবাহিনীর ৪ কর্মকর্তা:
১. এয়ার কমোডর (অব.) শফিক
২. এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম
৩. স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান
৪. স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম

 

আলোকিত প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ২০২৩/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here