মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৪

0
330
ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৪
ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৪
মো: মহিদ
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ ২০ হাজার টাকার হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দাশড়া এলাকার  বেউথা হইতে হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মেসার্স লোৎফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার পাশ থেকে আসামিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া (২৯)গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাছি গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে। মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকরার গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ মাহফুজ (৪০)একই গ্রামের মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে ইয়াসিন ভূঁইয়া (৫০)এবং সাগর হোসেন (৩০)। পশ্চিম দাসড়ার মৃত শাহজাহান হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মানিকগঞ্জ ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) আবুল কালাম এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ মানিকগঞ্জ এর একটি দল এসআই (নিঃ) মাহাবুব আলমের নেতৃত্বে  লিটন মিয়া,মাহফুজ,ইয়াসিন ভূঁইয়া এবং সাগর হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের  কাছ থেকে ৫২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার  টাকা। আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন,ডিবি পুলিশ অভিযান চালিয়ে হিরোইন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আসামিদের নামে মানিকগঞ্জ সদর থানায় ১ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন /২৭ সেপ্টেম্বর ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here