প্রতিনিধি,নাগরপুর:
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর জ্যৈষ্ঠ কন্যা, গণতন্ত্রের মানসকন্যা আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগ দলিয় কার্যালয়ে সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলী’র সঞ্চালনায় তার দীর্ঘায়ু কামনা করে স্বপ্ন বাস্তবায়নের দিকে যেন সুদৃঢ় ভাবে এগিয়ে যেতে পারে এই কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগ সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু, উপজেলা আ. লীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুবন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, সদস্য আওলাদ হোসেন লিটন, আতিকুর রহমান নিল্টু, মো. শহিদুল হক কিরন, মো. সামেজ মিয়া, মো. হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম শরীফ, পাকুটিয়া ইউনিয়ন আ. লীগ সভাপতি শামসুল আলম সরকার, সাধারণ সম্পাদক মো. শামীম খান, দপ্তিয়র ইউনিয়ন আ. লীগ সভাপতি মো. আবুল হাসেম, মোকনা ইউনিয়ন আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, সহবতপুর ইউনিয়ন আ. লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুন সহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
আলোকিত প্রতিদিন /২৮ সেপ্টেম্বর ২৩/মওম