শাহারিয়ার হোসেন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৯ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাতে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলী আকসাদ ঝন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুণসমাজ সেবক মো. ইব্রাহিম হোসেন।
উক্ত ফাইনাল খেলায় আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া বনাম পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার মাগুরা হা-ডু-ডু দল অংশ নেয়। এতে ৪-১ গোলে বোয়ালমারীর মাগুরা হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলফাডাঙ্গার মিঠাপুর কলেজপাড়া হা-ডু-ডু দল।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ বাংলাদেশের জাতীয় তথা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডুকে বাঁচিয়ে রাখত এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে উক্ত হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।