মো: রাকিব হোসাইন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গারাদহ বাসস্ট্যান্ডে ঢাকা- পাবনা মহাসড়কে ৫ অক্টোবর বৃহস্পিতিবার সকালে উল্লাপাড়া আর এস ট্রাভেলস ও তিন চাকার সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে,সিএনজিতে থাকা ৫ (পাঁচ) যাত্রী গুরুতর আহত হন, আহতরা হলেন একই পরিবারের চার জন এবং সিএনজি চালক, স্থানীয় লোকজন আহতদের হসপিটালে পাঠিয়েছেন এবং ৯৯৯ নাইন এ কল করলে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিতি হন। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে সিএনজি আটক করেছি কিন্তূ বাস আটক করতে পারি নাই, আমরা দ্রুত বাস আটক করবো তারপর সঠিক বলা যাবে দোষ বাস চালকের নাকি সিএনজি চালকের ।
আলোকিত প্রতিদিন /০৫ অক্টোবর ২৩/মওম