মাজেদুর রহমান
গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার, রাত ৮টায় বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর সহকারী মৃত্যু হয়েছে।আইনজীবীর ওই সহকারীর নাম হাবিবুর রহমান (৩৫)।তিনি জেলা আইনজীবীর সহকারী সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামে। পরিবারের সদস্য এবং হাবিবুরের সহকর্মীদের অভিযোগ, পুলিশ কোনো মামলা বা পরোয়ানা ছাড়াই হাবিবুরকে কোর্ট চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে।এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার বলেন, একটি হত্যা মামলার আসামি সন্দেহে তাকে তুলে আনা হয়েছিল। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সুত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পুলিশের লোকজন (সিভিল ড্রেস) তাকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিয়ে আসেন। তারা বুকে ব্যথার কথা বলেন। আমরা অক্সিজেন দিয়ে কিছু প্রাথমিক চিকিৎসা করি। রাত সাড়ে ৮টার পরে হাবিবুর মারা যান।মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতাল সুত্র বলেন, ‘ময়নাতদন্তের পরে আসল কারণ জানা যাবে।মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।তিনি জানান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানিয়েছেন, তদন্তে পুলিশের গাফিলতি পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ময়নাতদন্তের জন্য হাবিবের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/এপি